মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাব–১১-এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রূপগঞ্জ থানাধীন বড় আলু পাড়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৭০.৫ কেজি গাঁজাসহ সাজিবুর রহমান (৬১) নামের এক চোরাচালানকারীকে আটক করে র্যাব। আটক ব্যক্তি মৃত রহমতউল্লাহ আড়ৎদারের ছেলে এবং দীর্ঘদিন ধরে এলাকায় পরিচিত মাদক ব্যবসায়ী হিসেবে র্যাবের গোয়েন্দা তালিকায় ছিলেন।
র্যাব–১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড় আলু পাড়াগাঁওয়ের একটি বসতবাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ঘরের ভেতরে লুকিয়ে রাখা বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এবং সাজিবুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়। উদ্ধারকৃত মাদকের পরিমাণ ও বাজারমূল্য অত্যন্ত বেশি হওয়ায় এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় মাদক উদ্ধার অভিযান বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাজিবুর রহমান স্বীকার করেন যে তিনি একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে বৃহৎ আকারের গাঁজার চালান সংগ্রহ করতেন এবং দীর্ঘদিন ধরে আইন–শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। মাদক পরিবহনে তিনি বিভিন্ন সময় বহুমুখী কৌশল ব্যবহার করতেন, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো যায়।
র্যাব জানিয়েছে, সাজিবুর রহমান ছিল মাদকচক্রটির অন্যতম প্রধান পরিবহনকারী। তার মাধ্যমে বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহের একটি সক্রিয় নেটওয়ার্ক গড়ে উঠেছিল। অভিযান–পরবর্তী সময়ে এই চক্রের আরও সদস্যদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব–১১ জানায়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের চক্রকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।