ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়নগঞ্জ সদর উপজেলার নবনিযুক্ত নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. ফয়েজউদ্দিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকা ও ডিজিটাল মাল্টিমিডিয়া পরিবারের প্রতিনিধিরা। এতে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলার ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী এবং সিনিয়র সাংবাদিক মোঃ আতাউর রহমান আতা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে নারায়নগঞ্জের উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সেবার মানোন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সদর উপজেলার নবাগত ইউএনও এস. এম. ফয়েজউদ্দিন বলেন, দায়িত্বপ্রাপ্ত এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। তিনি আশ্বস্ত করেন যে, নারায়নগঞ্জবাসীর কল্যাণই হবে তাঁর কাজের মূল লক্ষ্য।
দৈনিক স্বাধীন সংবাদ পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা সবসময়ই সামাজিক সমস্যা, উন্নয়নমূলক উদ্যোগ ও নাগরিক স্বার্থের বিষয়গুলো তুলে ধরতে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে। ইউএনও এস. এম. ফয়েজউদ্দিন সংবাদমাধ্যমের এই ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং পত্রিকাটির উজ্জ্বল অগ্রযাত্রা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী এবং সাংবাদিক মোঃ আতাউর রহমান আতা নবাগত নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর দায়িত্বপালনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।