স্টাফ রিপোর্টার :
চট্টগ্রাম সীতাকুন্ডের সোনাইছড়ি বক্তারপাড়া এলাকায় আজ ভোরে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্থানীয়দের মানবিকতা ও ফায়ার সার্ভিসের পেশাদারিত্ব আবারও প্রমাণিত হলো। ভোর ৬টা ১০ মিনিটের দিকে অতিরিক্ত গতির বলি হয়ে একটি লরিকে ধাক্কা দেয় পিছন থেকে আসা একটি ট্রাক। এতে ট্রাক চালকের পা গাড়িতে এমনভাবে আটকে যায় যে তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়।
ত্রাতা হিসেবে স্থানীয়রা:
সংঘর্ষের শব্দ শুনে এলাকার মানুষজন মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে আসেন। তারা দেখেন চালক যন্ত্রণায় ছটফট করছেন এবং তার পা স্টিলের পাটাতনে আটকে গেছে। স্থানীয়রা দ্রুত আহত চালককে প্রাথমিক সাহায্য ও মানসিক সাহস যোগান এবং কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করেন।
ফায়ার সার্ভিসের দ্রুততম সাড়া:
স্থানীয়দের তৎপরতার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন দল মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। তাদের কর্মীরা দ্রুততার সাথে হাইড্রোলিক কাটার ব্যবহার করে ট্রাকের কেবিন কেটে চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। আহত চালককে সাথে সাথেই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুন্ড থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি এবং বাঁকের মুখে অসতর্কতাই এই দুর্ঘটনার কারণ। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।