ব্যুরো চিফ নারায়নগন্জ :
নারায়নগন্জ ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) জনাব মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মোঃ রফিক, বিপিএম সঙ্গীয় এসআই, জহিরুল ইসলাম, এসআই,শামীম হোসেন ও ফোর্স সহ ঈগল-২ নাইট পার্টির সহায়তায় অদ্য ০৭/১২/২০২৫ ইং দিবাগত রাত ০৩.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন জামতলা সাকিনস্থ জনৈক আবু তালেবের ০৬ তলা বিল্ডিংয়ের ছাদের উপরের রুমে অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নিজেদের নাম-ঠিকানা ১। মোঃ সিরাজুল ইসলাম সাজু (২৭), পিতা-মোঃ আলাল উদ্দিন, মাতা-মোসাঃ মেহেরুন বেগম, সাং-টেবিরচর, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর, বর্তমানে-জামতলা আবু তালেবের ছয়তলা বিল্ডিং এর ছাদের রুম এর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ২।
মোঃ হাবিব মিয়া (২৫), পিতা-মোঃ রিয়াজুল হক, মাতা-রহিমা বেগম, সাং-বালাপাড়া, থানা-কাউনিয়া্, জেলা-রংপুর, বর্তমানে- জামতলা আবু তালেবের ছয়তলা বিল্ডিং এর ছাদের রুম এর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামি মোঃ সিরাজুল ইসলাম সাজু (২৭) এর হেফাজত থেকে ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট ও আসামি মোঃ হাবিব মিয়া (২৫) এর হেফাজত থেকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।