অপরাধী যদি নিজ দলের হলে তখন কী করবেন’

মোহাম্মদ হোসেন হ্যাপী

 

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান ৮-১২-২৫ রোজ সোমবার গিয়েছিলেন ‘ছাত্র-জনতার মুখোমুখি’ শীর্ষক এক অনুষ্ঠানে। সেখানে এক ছাত্র তাঁকে প্রশ্ন করেন, অপরাধী যদি আপনার নিজের দলের কেউ হয় আপনি ব্যবস্থা নেবেন কিনা? জবাবে সংসদ সদস্য প্রার্থী বলেন, অপরাধী হলে কাউকে ছাড় দেব না।
গতকাল বিকেলে নগরীর পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে আলোচকরা নারায়ণগঞ্জে বন্দরে গ্যাস সমস্যা, শীতলক্ষ্যার দূষণ, শীতলক্ষ্যা সেতু, যানজট, হকার সমস্যা, সংস্কৃতিচর্চায় সহযোগিতার অভাবের বিষয়গুলো তুলে ধরেন। অনুষ্ঠানে তোলারাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মালিকুল ইসলাম মাহিন বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামানকে বলেন, ভনারায়ণগঞ্জে মাদক সন্ত্রাস চাঁদাবাজমুক্ত নগরী গড়তে জিরো টলারেন্স নীতি প্রযোগের কথা বলেছেন। অপরাধী যদি আপনার নিজের দলে হয়. আপনি ব্যবস্থা নিবেন কিনা? জবাবে মাসুদুজ্জামান বলেন, বিগত দিনে আমরা দেখেছি এই শহরে নেতার পেছনে গুন্ডা থাকে। যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, শহরের চিহ্নিত অপরাধী, তারাই নেতাদের পাশে থেকেছে। শহরটাকে দাবিয়ে বেরিয়েছে তারা। কিন্তু ধরনের কাউকে আমার পেছনে দাঁড়াতে দেব না। আমি আপনাদের বলব, আমি যদি যোগ্য হই আপনি আমাকে নির্বাচিত করেন। আমি যে হলে আপনি আপনার ভোট দিয়ে অন্য কোনো যোগ্য লোককে নির্বাচিত করুন। আমি চাই, যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ নেই, অপরা অভিযোগ নেই তারা যেন এসে আমার পেছনে দাঁড়ায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভা বলেন, হকারদের কারণে শহরে যানজট লেগে থাকছে। নির্ব হলে শহরের হকার সমস্যার কী করবেন? জবাবে মাসুদুজ্জামান বলেন, হকারদের কারণে অবশ্যই যানজট তৈরি হচ্ছে। কিন্তু এটাও ভাবতে সারাদেশে কাজ করা যায়, এমন শহর হাতে গোনা কয়েকটা। আপনার শহর ধনী বলেই দেশের অন্য প্রান্তের মানুষ আপনার শহরে আসে। একেবারে ফেলে দেওয়া যাবে না। তাই একদিকে যানজট সমস্যা সমাধানও আমরা করব, আবার হকারদের জন্যও একটা ব্যবস্থা হবে-পদ্ধতি আপনাদের সঙ্গে নিয়ে আমরা ঠিক করব।
মাস্টার্সের ছাত্র ফাহিম আহমেদ বলেন, শহরে সাংস্কৃতিক কর্মকাণ্ডের যথাযথ পৃষ্ঠপোষকতা হচ্ছে না। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সহায়ক পরিনে অভাব রয়েছে। জবাবে মাসুদুজ্জামান বলেন, এটা সত্যি। এক সময় আমাদের শহরে যে পরিমাণ সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো, এখন তা হয়তে না। সংস্কৃতির চর্চা একটি শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করতে আমি অবশ্যই সহায়তা কর তিনি বলেন, আমি নির্বাচিত হলে বন্দর অংশের গ্যাস, পানি ও চিকিৎসাসেবার সমস্যাকে প্রায়োরিটি দিয়ে কাজ করব।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শত্রু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, কেন্দ্রীয় যুবদল নেতা সাগর প্রধান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল আলম সজল, মনোয়ার হোসেন শোখন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *