ওয়ারীতে রাজউক নীতিমালা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণ, নীরব দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ওয়ারী এলাকায় রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) নির্ধারিত নিয়ম-কানুন অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ওয়ারী থানার ২৯/৫ নম্বর বাড়ির পাশে এক ভবন মালিক গায়ের জোরে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন ভবনটিতে চারপাশে নির্ধারিত সেটব্যাক বা খালি জায়গা রাখা হয়নি। রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী যে দূরত্ব বজায় রাখার কথা, তা পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকারী ভবনটির নাম ও সঠিক ঠিকানা জানাতেও অনীহা প্রকাশ করছেন। তাদের দাবি, যদি পাশের ভবনটি ২৯/৫ নম্বর হয়, তবে নতুন ভবনটির ঠিকানা হওয়ার কথা ৩০/৫—কিন্তু এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধভাবে ভবন নির্মাণের ফলে আশপাশের ভবনের আলো-বাতাস বন্ধ হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। একাধিকবার রাজউককে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

এ বিষয়ে অথরাইজার আব্দুল আল মামুন বলেন, আগামী ৩১ তারিখে ওই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যেসব ভবন অবৈধভাবে নির্মিত হয়েছে, সেগুলো ভেঙে ফেলা হবে।
তিনি আরও বলেন, আগামীকাল তিনি তাঁর ইমারত পরিদর্শক পিয়ালকে সরেজমিনে পাঠাবেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট অবৈধ ভবন অবশ্যই উচ্ছেদ করা হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
আব্দুল আল মামুন বলেন, রাজউকের বর্তমান চেয়ারম্যান অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন এবং তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—রাজউকের অনুমোদিত নকশা বহির্ভূত কোনো ভবন ঢাকায় রাখার সুযোগ নেই।

নগর বিশেষজ্ঞরা বলছেন, রাজউকের নজরদারির অভাব ও দায়িত্বহীনতার সুযোগ নিয়ে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি নিয়ম ভেঙে ভবন নির্মাণ করছে। দ্রুত ব্যবস্থা না নিলে ওয়ারীর মতো ঘনবসতিপূর্ণ এলাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে নির্মাণকাজ বন্ধ করে তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *