স্বাধীন সংবাদ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির শীর্ষনেতারা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কাঁদতে দেখা যায়।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “এ সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, আমরা সেটা কখনো ভাবিনি। আমরা আশা করছিলাম, তিনি আগের মতোই সুস্থ হয়ে আবার আমাদের সঙ্গে থাকবেন। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, আজ ভোর ৬টায় গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতীয় অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক, এই ক্ষতি অপূরণীয়। এই ক্ষতি জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী সারাজীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন, তিনি আর আমাদের মাঝে নেই।”
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “সংকটে শোকে মাথার ওপর যেমন মায়ের একটি ছায়া থাকে, আজ জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হলো। তিনি অসুস্থ ছিলেন, হাসপাতালে ছিলেন, কখনো বাসায় ছিলেন। তাতেও আমাদের মনে হতো, একজন মা তো আছেন। সেই ভাবনাই আমাদের এত শক্তি দিত। এটি বোঝানো এবং প্রকাশ করার ভাষা আমি পাচ্ছি না।”
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ শোকাহত। দলের শীর্ষনেতারা দেশবাসীকে একত্রিত হয়ে তার জীবন ও অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন।