স্টাফ রিপোর্টার:
আপোষহীন দেশনেত্রী, প্রয়াত রাষ্ট্রনেতা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর বর্ণমালা আদর্শ বিদ্যালয় ও কলেজে এ কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় তাঁর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ ভুইয়া আব্দুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক খান মোঃ নাছির উদ্দিন, অভিভাবক সদস্য হাসান মোঃ জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিন, সহকারী অধ্যাপক রোকসানা বেগম, এম এ বারী, কলেজ ইনচার্জ ইব্রাহীম খলিল, সাবেক শিক্ষার্থী মোঃ ইব্রাহীম সরকারসহ বিদ্যালয়ের অভিভাবক ও অন্যান্য শিক্ষকমণ্ডলী প্রমুখ।