কামরুল ভুঁইয়া:
সুনামগঞ্জের দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের ইসলাম উদ্দিন খুনের মামলায় পরিকল্পিতভাবে একই গ্রামের সাজন সর্দার ও জিসান সর্দারকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সরজমিনে অনুসন্ধানে দেখা যায়, ইসলাম উদ্দিন খুনের তারিখ ও সময় অর্থাৎ ১৭/১২/২৫ ইং বিকাল ৪:৩০ মিনিটে সাজন সর্দার ঘটনাস্থল থেকে ৪/৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল, যার প্রমাণ সিসিটিভি ফুটেজ ও সিডিআর রেকর্ডে রয়েছে।
অপরদিকে, জিসান সর্দার উক্ত খুন হওয়ার তারিখ ও সময় ঘটনাস্থল থেকে ৩/৪ কিলোমিটার দূরে উত্তর চান্দপুরে রেমিটেন্স ফাইটার আয়োজিত ফুটবল খেলা Capital’s VS Warriorw-এ Warriorw দলের খেলোয়াড় হিসেবে জার্সি নম্বর ৩৯ পরিধান করে খেলছিল। যার প্রমাণ হিসেবে লাইভ টেলিকাস্ট, সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনের সিডিআর রয়েছে।
ঘটনার তথ্যচিত্র ধারণের সময় এলাকাবাসী বলেন, ইসলাম উদ্দিন খুনের ঘটনার দিন ও সময় সাজন সর্দার ও জিসান সর্দার এলাকায় ছিলেন না। তাদেরকে পরিকল্পিতভাবে খুনের মামলায় ফাঁসানো হচ্ছে।
ইসলাম উদ্দিন খুনের মামলার বিষয়ে দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে, কোনো নির্দোষ ব্যক্তিকে মামলায় জড়ানো হবে না।
এলাকাবাসী বলেন, প্রভাবশালী কিছু ব্যক্তির ছত্রছায়ায় একটি কুচক্রী মহল প্রকৃত খুনিদের আড়ালে রেখে নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিরীহ নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করে প্রকৃত খুনিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন।