স্বাধীন সংবাদ ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১ তম আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে আজ। ড্রাফটে উঠেছেন ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার। এছাড়া প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের। এরই মধ্যে শেষ হয়েছে তৃতীয় ও চতুর্থ সেটের ডাক। এই দুই সেটেও রয়েছেন দেশি ক্রিকেটাররা।
আজ সকাল সাড়ে ১১টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয় প্লেয়ার্স ড্রাফট। যা প্রায় শেষের দিকে। তৃতীয় ও চতুর্থ সেটের শীর্ষ ৪ চার ক্রিকেটারকে দলে ভিড়িয়ে বাজিমাত করেছে ডিফেন্ডিং বরিশাল। তারা হলেন- ইবাদত হোসেন চৌধুরী, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম।
দেখে নিন এই তৃতীয় ও চতুর্থ সেটে দল পাওয়া ক্রিকেটারদের তালিকা:
সেট ৩ – রাউন্ড ১
সাব্বির রহমান – ঢাকা ক্যাপিটালস
রুহেল মিয়া -সিলেট স্ট্রাইকার্স
আবু হায়দার রনি – খুলনা টাইগার্স
মোহাম্মদ মিঠুন – চিটাগাং কিংস
রেজাউর রহমান রাজা – রংপুর রাইডার্স
ইবাদত হোসেন – ফরচুন বরিশাল
সানজামুল ইসলাম – দুর্বার রাজশাহী
সেট ৩ – রাউন্ড ২
মেহরাব হোসেন – দুর্বার রাজশাহী
নাইম হাসান – ফরচুন বরিশাল
ইরফান শুক্কুর – রংপুর রাইডার্স
নাঈম ইসলাম – চিটাগাং কিংস
জিয়াউর রহমান – খুলনা টাইগার্স
আরিফুল হক – সিলেট স্ট্রাইকার্স
মুনিম শাহরিয়ার – ঢাকা ক্যাপিটালস
সেট ৪ – রাউন্ড ১
রিশাদ হোসেন – ফরচুন বরিশাল
কামরুল ইসলাম রাব্বি – রংপুর রাইডার্স
মাহফুজুর রহমান রাব্বি – খুলনা টাইগার্স
নিহাদুজ্জামান – সিলেট স্ট্রাইকার্স
মারুফ মৃধা – চিটাগাং কিংস
আকবর আলী – দুর্বার রাজশাহী
আসিফ হাসান মিতুল – ঢাকা ক্যাপিটালস
সেট ৪ – রাউন্ড ২
শাহাদাত হোসেন দীপু – ঢাকা ক্যাপিটালস
হাসান মুরাদ – দুর্বার রাজশাহী
রাহাতুল ফেরদৌস জাভেদ – চিটাগাং কিংস
নাহিদুল ইসলাম – সিলেট স্ট্রাইকার্স
মাহমুদুল হাসান জয় – খুলনা টাইগার্স
তৌফিক খান তুষার – রংপুর রাইডার্স
তাইজুল ইসলাম – ফরচুন বরিশাল