জহিরুল ইসলাম:
বাদী হিরু দাশ (২৫), পিতা- বরুণ সর্দার, মাতা- বেবী সর্দার, সাং- আজিমপুর, মিলন বাইনের বাড়ী, থানা-পটিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- উর্দু গলি, মসজিদ কলোনী, থানা- চকবাজার, জেলা- চট্টগ্রাম জানান যে, তিনি দূর্গা পূজা শেষে রবিবার ১৩ই আগস্ট সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকার তাহার আত্মীয়ের বাসার উদ্দেশ্যে রওয়ান করে।
সন্ধ্যা অনুমান ০৭.৪০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন স্টারশীপ ফ্যাক্টরীর সামনে গাড়ী হতে নামিয়া পায়ে হেঁটে তাহার আত্মীয়ের বাসায় যাওয়ার পথে ১৩/১০/২০২৪ইং তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকাস্থ রৌফাবাদ রশিদিয়া মাদ্রাসার পাশে পৌঁছিলে হঠাৎ বর্ণিত ১-৪নং আসামীগন তাহার সামনে আসিয়া তাহাকে ঘিরিয়া ফেলে এবং বাদীকে এলোপাতাড়ি চর-থাপ্পর, কিল, ঘুষি মারিতে থাকে। একপর্যায়ে আসামীরা ত্রাস সৃষ্টি করিয়া বিভিন্ন ভয়ভীতি প্রদান করিয়া বাদীর হাতে থাকা ০১টি বাটন মোবাইল ফোন, হাতঘড়ি ও নগদ ১০,০০০/- টাকাসহ বাদীর নিকট হইতে জোরপূর্বক বিকাশের পিন নাম্বার নিয়ে বিকাশ হইতে ২১,৫৭০/- টাকা আসামীদের বিকাশ নাম্বারে সেন্ড করে দেয়। পরবর্তীতে বাদী উক্ত বিষয়টি ১৪/১০/২০২৪ইং তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানার টহল পুলিশকে জানাইলে উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব জাহাঙ্গীর আলম ও সহকারী পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ বেলায়েত হোসেনের তত্বাবধানে, অফিসার ইনচার্জ জনাব মোঃ আরিফুর রহমান এর নেতৃত্বে অত্র বায়েজিদ বোস্তামী থানার এসআই(নিঃ) জসীম উদ্দীন সঙ্গীয় অফিসার ফোর্স সহ বাদীকে নিয়ে অভিযান পরিচালনা করিয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে বাদীর সনাক্তমতে ১৪/১০/২০২৪ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ হুক্কার গলি সোহাগের কলোনী হইতে ঘটনায় জড়িত ১নং আসামী মোঃ রাসেল (২৬) ও ২নং আসামী মোঃ শাহন বাবু (২৪) দ্বয়কে আটক করে।
আটককৃত আসামীদের হেফাজত হইতে বাদীর নিকট হইতে ছিনতাই হওয়া টাকার মধ্য হইতে নগদ ৮,০০০/- টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি মোবাইল সেট উদ্ধার পূর্বক জব্দ করেন। উক্ত ঘটনায় বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং- ১৮, তাং- ১৪/১০/২০২৪ইং, ধারা- আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধনী) আইন ২০১৯ এর ৪(১)/৫ রুজু হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন। মামলার ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারসহ বাদীর ছিনতাই যাওয়া অন্যান্য মালামাল ও নগদ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে। মামলাটি তদন্তাধীন।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ-
১। মোঃ রাসেল (৩০), পিতা- আল আমিন, মাতা- আমেনা বেগম, সাং- মাজিরহাট, মাতাব্বর বাড়ী, পোঃ আমিনা বাজার, থানা- চারফ্যাশন, জেলা- ভোলা, বর্তমানে- রৌফাবাদ, হুক্কার গলি, সোহাগের কলোনী, থানা- বায়েজিদ বোস্তামী, জেলা- চট্টগ্রাম,
২। মোঃ শাহন বাবু (২৪), পিতা- মোঃ লিটন, মাতা- আমেনা বেগম, সাং- রৌফাবাদ, হুক্কার গলি, আমেনা বাসা, খালেকের বাসার পাশে, থানা- বায়েজিদ বোস্তামী, জেলা- চট্টগ্রাম। রেকর্ড পর্যালোচনা করে ১নং আসামী মো. রাসেল (২৬) এর বিরুদ্ধে বায়জিদ বোস্তামী থানায় ৪টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্মিত আদালতে সোপর্দ করা হয়েছে।