স্বাধীন সংবাদ ডেস্ক :
বুরো বাংলাদেশ জামালপুর অঞ্চল কতৃক শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা বাঘবের ও যোগানিয়া ইউনিয়নে ৫ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় উপজেলা অডিটরিয়াম হল রুমে। রবিবার (২০ অক্টোবর) উপজেলার বানভাসি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল ১ লিটার, চাল ১৫কেজি, ডাল ১ কেজি, আলু ৫ কেজি, লবন ১কেজি, হলুদ ২০০ গ্রাম, মরিচ ২০০ গ্রাম, ধনিয়া ২০০ গ্রাম, স্যালাইন ১০ প্যাকেট ইত্যাদি।
আনন্দ কুমার দেবনাথ এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মো: সামছুল আলম, আঞ্চলিক ব্যবস্থাপক বুরো বাংলাদেশ, টাংগাইল অঞ্চল, মো: আবদুল লতিফ চেয়ারম্যান যোগানিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ আব্দুর সবুর চেয়ারম্যান বাঘবেড় ইউনিয়ন পরিষদ, এমএ হাকাম হিরা সিনিয়র সাংবাদিক , মো: আনোয়ার কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মো: ছানোয়ার হোসাইন, অফিসার ইনচার্জ নালিতাবাড়ী থানা। মো: সামছুল আলম আঞ্চলিক ব্যবস্থাপক বুরো বাংলাদেশ, টাংগাইল অঞ্চল, বলেন শেরপুরের বন্যার্তদের সহযোগিতার লক্ষ্যে আমরা নালিতাবাড়ী ও ঝিনাইগাতী ও নকলা উপজেলায় এক হাজার পাঁচশত পরিবারের মাঝ ত্রাণ সামগ্রী বিতরণ করছি। আমরা সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে থাকি।
বুরো বাংলাদেশ জামালপুর অঞ্চল কতৃক খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করেন মো: আনিসুর রহমান সহকারী কমিশনার (ভূমি), তিনি বুরো বাংলাদেশ এমন কার্যক্রম কে ধন্যবাদ জানিয়ে গরীব অসহায় মানুষের পাশে কাজ এবং পূর্ণবাসন করার কথা বলেন। এই সময় উপস্থিত বুরো বাংলাদেশ এর নালিতাবাড়ী এর সলক কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন এবং সার্বিক ভাবে সহযোগিতা করেন।