স্বামীর মঙ্গল কামনায় সোনাক্ষী সিনহার সারা দিন উপোস

স্বাধীন বিনোদন ডেস্ক :

 

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের পর এটাই প্রথম করওয়া চৌথ (রোমান্টিক পুরানো ভারতীয় আচার।  যেখানে স্ত্রী তার স্বামীর মঙ্গল কামনায় সারাদিন উপোস রাখে)। এদিন স্বামীর মঙ্গল কামনায় সারা দিন উপোস থেকে ছিলেন তিনি। শুধু কি তাই, সকাল ও বিকালে দুটো ভিন্ন সাজে ধরাও দেন এ অভিনেত্রী। বাদ দেননি জাহির ইকবালের সঙ্গে মজা করে তার তারিফ করতেও। বেটার হাফের সঙ্গে বিশেষ দিন উদযাপন করেই যা লিখলেন অভিনেত্রী।

বহুদিনের প্রেম তাদের। অবশেষে চলতি বছর তারা গাঁটছড়া বাঁধেন। দুই পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ফলে এটাই তাদের বিয়ের পর প্রথম করওয়া চৌথ।

আর এই বিশেষ দিনের সকালে অভিনেত্রীকে টুকটুকে লাল শাড়ি ও ব্লাউজ পরে থাকতে দেখা যায়। কপালে টিপ আর সিঁথিতে সিঁদুর। যেন লাল শাড়িতে নতুন বউ সেজেছেন সোনাক্ষী সিনহা। ঠিক যেন নতুন বউ। এই সাজে একাধিক ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন—আজ, কাল এবং রোজ তোমার দীর্ঘায়ু কামনা করি মিস্টার হাসব্যান্ড। শুভ করওয়া চৌথ।

এদিন আরও একটি ভিডিও পোস্ট করেন সোনাক্ষী। সেখানে দেখা যাচ্ছে— তিনি এবং জাহির ইকবাল পাশাপাশি একটি সোফায় বসে আছেন। অভিনেত্রীর পরনে গোলাপি রঙের লখনউ চিকনের কুর্তি। পাশে জাহিরের পরনে হলদে টিশার্ট। মাথার সেহরা নিয়ে খেলতে খেলতে সোনাক্ষী জানান, তিনি এদিন একা উপোস করেননি। তাকে যাতে একা উপোস করতে না হয়, সে জন্য স্বামীও তার সঙ্গে উপোস করেছেন। তাদের এই খুনসুটির ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন— এমন একজন বর খোঁজ, যে তোমায় একা অভুক্ত থাকতে দেবে না। সেও যে কারণই মুখে বলুক না কেন। শুভ করওয়া চৌথ, আমাদের প্রথম।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। মায়ের শাড়ি পরে এই বিশেষ দিনে পরিবার ও নিকট বন্ধুদের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছিলেন তারা। যদিও বিকালে গ্র্যান্ড রিসেপশনে বসেছিল চাঁদের হাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *