দুই হত্যা মামলার আসামি আ.লীগ সভাপতি জামিন পেয়েছেন

স্বাধীন সংবাদ ডেস্ক: 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই ব্যক্তির হত্যা মামলায় জামিন পেয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। বুধবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির শুনানি শেষে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন।

একই সঙ্গে শাহাবুদ্দিন মোল্লাকে বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

মাদারীপুর আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই নিহত হন সদর উপজেলার তাওহীদ সন্নামাত ও পৌর শহরের দীপ্ত দে। এ দুটো মামলায় গ্রেফতার হয় জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। পরে মামলায় বুধবার সকালে আদালতে জামিন আবেদন করেন আসামির আইনজীবীরা। পরে বেলা ১১টা থেকে শুনানি শোনেন বিচারক। দুপুর সাড়ে ১২টার দিকে শাহাবুদ্দিন মোল্লাকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। সেই সাথে তিনি যেন বিদেশে যেতে না পারেন, সেই বিষয়েও নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতা করার আদেশও দেওয়া হয়। আসামির চার্জশিট না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন বলেও জানা গেছে।

আসামিপক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী।

অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, দুই ব্যক্তি হত্যার ঘটনার সময় শাহাবুদ্দিন মোল্লা বিদেশে থাকায় আদালতে সেই তলব করেন। পরে বিচারক তথ্য-প্রমাণ সঠিক পাওয়ায় শাহাবুদ্দিন মোল্লাকে দুটি মামলায় জামিন দিয়েছেন। এখন জেলহাজত থেকে বের হতে তার কোনো সমস্যা নেই। আদালতের কাছে আমরা ন্যায়বিচার পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *