সিরাজগঞ্জে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে নেমে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর জিহাদ শেখ (১৪) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করেন ডুবুরিরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা; তৈরি হয় এক হৃদয়বিদারক দৃশ্যের। এর আগে শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে যমুনা নদীর ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় গোসলে নেমে নিখোঁজ হন তিনি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, জিহাদসহ পাঁচ থেকে ছয়জন বন্ধু মিলে ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় ফুটবল খেলা শেষে যমুনা নদীতে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে জিহাদসহ তিনজন নদীতে ভেসে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুইজনকে উদ্ধার করতে পারলেও জিহাদ পানিতে ডুবে যায়।