মা-মেয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলি

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা-মেয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, হাসান (৩৫) ও হারুন (৩৩)। তারা ওই গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী নারী জানান, গত রোববার মেয়ে (১৭) ও দেবরকে (২২) নিয়ে ঘরে ছিলাম। গভীর রাতে সন্ত্রাসী রাশেদ, সাইফুল, হাসান, হারুন, রাজু ও ইব্রাহিম ঘরে ঢুকে আমার দেবরকে পিটিয়ে জখম করে। তারা আমাদের ধর্ষণ করে।

তিনি আরও বলেন, আসামিরা পাঁচজন ঘরে ঢুকে নির্যাতন করে। বাকি একজন বাহিরে ছিল। তাদের ভয়ে আমরা গত কয়েকদিন ঘর থেকে বের হতে পারিনি।

চরবালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ বলেন, অভিযান চালিয়ে অভিযুক্ত হাসান ও হারুনকে আটক করা হয়। পরে ভুক্তভোগীসহ আসামিদের নদীপথে কোম্পানীগঞ্জ থানায় পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *