বিদ্যা বালান ফাঁস করলেন কার্তিকের যে কথা

স্বাধীন বিনোদন ডেস্ক: 

 

নতুন প্রজন্মের ব্যস্ততম তারকা বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ‘ভুলভুলাইয়া ২’-এর সাফল্যের পর বদলে গেছে তার ভাগ্য। দীপাবলির দিন মুক্তি পাচ্ছে তার আসন্ন ছবি ‘ভুলভুলাইয়া ৩’। এ মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত কার্তিক। সঙ্গে আছেন সহ-অভিনেত্রী বিদ্যা বালান।

আজ সোমবার বিদ্যা ও কার্তিক কলকাতায় যাচ্ছেন ছবির প্রচারে। সেই শুটিং পর্ব থেকে প্রচার, অনেকটা সময় কার্তিকের সঙ্গে কাটাচ্ছেন অভিনেত্রী। খুব কাছ থেকে দেখছেন অভিনেতাকে।

কার্তিকের প্রেমজীবন নিয়েও অজানা তথ্য দিলেন বিদ্যা বালান। শুটিংয়ের সময় সর্বক্ষণই নাকি ফোনে ব্যস্ত থাকতেন কার্তিক। কী বলতেন ফোনের ওপারে থাকা রহস্যময়ীকে, জানালেন সে কথা।

একসময় অভিনেত্রী সারা আলি খান ও কার্তিকের প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি বলিউডে। এর পর অনন্যা পান্ডের সঙ্গেও নাম জড়িয়েছেন অভিনেতা। এক রেস্তোরাঁয় আরেক নায়িকার সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটাতে দেখা যায় কার্তিককে। হৃতিক রোশনের তুতোবোন পশমিনা রোশনের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে বেশ কয়েকবার।

এবার কার্তিকের জীবনে ফোনের ওপারে থাকা এক রহস্যময়ীর কথা জানালেন বিদ্যা বালান। অভিনেত্রী বলেন, শুটিং চলাকালীন সারাক্ষণ ফোনে থাকত কার্তিক। আমিও তোমাকে ভালোবাসি— এসব কথা কার্তিক আরিয়ানকে বলতে শোনা গেছে। বিদ্যার এই কথা শুনে হতবাক হয়ে পড়েন কার্তিক। লজ্জায় লাল হয়ে যান অভিনেতা। সাংবাদিকরা রহস্যময়ীর নাম জিজ্ঞেস করলে যেন খানিকটা এড়িয়ে যান অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *