কাজিম উদ্দিন প্রধানের মৃত্যুতে এম এ সালাম চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রাথী সাহিদুল ইসলাম জুয়েলের গভীর শোক প্রকাশ

স্টাফ রিপোটার, আমজাদ:
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম এবং বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম জুয়েল ।

শোক বার্তায় মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম এবং বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম জুয়েল বলেন, ‘একজন বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা কাজিম উদ্দিন প্রধানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এবং শোক সন্তপ্ত সমগ্র পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এম এ সালামচেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদপ্রাথী সাহিদুল ইসলাম জুয়েল ।

উল্লেখ্য, মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৬৫)। রবিবার (১৪ এপ্রিল) বিকেল ৩ টায় ভারতের দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজিম উদ্দিন প্রধান মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ২ ছেলে, ১ মেয়ে ও বিভিন্ন আত্বীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

কাজিম উদ্দিন প্রধান তিনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার মৃত চাঁন মিয়া প্রধানের ছেলে।

জানা গেছে, তিনি অনেকদিন ধরে ব্রেইন টিউমারে ভূগছিলেন। গত ১৫দিন পূর্বে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেল ৩ টায় ওই হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মরহুমের মরদেহ ১৫ এপ্রিল সোমবার দেশে ফিরলে প্রথম জানাজা ঢাকার তিতাস গ্যাস শ্রমিক ইউনিয়ন অফিস প্রাঙ্গনে, ২য় জানাজা নারায়ণগঞ্জের চাষাড়া ডন চেম্বারে এবং ৩য় জানাজা বন্দরের ফরাজীকান্দা তার নিজ গ্রামে সম্পন্ন শেষে ফরাজিকান্দা কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *