গাজীপুর টঙ্গীতে বিএনপি নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ

খসরু মৃধা :

শিল্প নগরী টঙ্গীতে কারা অন্ত্যরীন বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবীতে টঙ্গীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে এসে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেছে টঙ্গী অঞ্চলের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে নগরীর নতুন বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন করে স্টেশন রোড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকামূখী অংশ প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সংক্ষিপ্ত সভা শেষে মহাসড়ক থেকে সরে যান নেতাকর্মীরা।

বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের সন্তান গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থীর সরকার সাহানুর ইসলাম রনি নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন টঙ্গী অঞ্চলের বিএনপির বিভিন্ন স্তরে নেতাকর্মী ও সাধারণ এলাকাবাসী।

সংক্ষিপ্ত সভায় রনি বলেন, আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার বাবা মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলায় কারা অন্ত্যরিন নুরুল ইসলাম সরকারের মুক্তি ও দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল আহ্বান করেছিলাম। এতে সর্বস্তরের মানুষ যেভাবে সাড়া দিয়েছে এতে প্রমানিত হয় আমার বাবা ষড়যন্ত্রের শিকার হয়ে দীর্ঘ ২০ বছর যাবৎ কারাভোগ করছেন।

বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিচার বিভাগকে দলীয়করণ করে আমার বাবাকে জোরপূর্বক কারা অন্তরীন করে রাখা হয়েছে। বর্তমান অন্তবর্তী সরকারের কাছে টঙ্গীবাসীর পক্ষ থেকে আমাদের অনুরোধ আমার নিরপরাধ বাবার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার সুষ্ঠ ও নিরপেক্ষ বিচার করে তাকে আমাদের কাছে ফিরিয়ে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *