পরীমনির লাল পরী রূপ

স্বাধীন বিনোদন ডেস্ক : 

 

নতুন রূপে ভক্ত-অনুরাগীদের কাছে ধরা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

সেখানে পরীকে দেখা যায়, অফ শোল্ডার সাটিন প্রম লাল পোশাক পরে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে তিনি। হাতে নেল পলিশ ঠোঁটের লিপস্টিক আর কাজল কালো চোখে যেন মনে হচ্ছে রহস্য লুকিয়ে আছে।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘লাল পরী।’ ইতোমধ্যে ভিডিও সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। ভক্ত-অনুরাগীরা পরীর এ রূপের বেশ প্রশংসা করেছেন।

কমেন্ট বক্সে নাজু সরোয়ার নামে এক ভক্ত লিখেছেন, ‘এতো সুন্দর কেনো, লালা পরি সুন্দরের রানী। মাশাল্লাহ অনেক সুন্দর ভিডিও, আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে। শুভকামনা রইল।’

দেলোয়ার নামে আরেক অনুরাগী বলেন, পরী পরীর মতো অসাধারণ সুন্দর, পরি খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করেছে। নুসরাত জাহানের ভাষ্য, ‘মাশাআল্লাহ আপু খুব সুন্দর লাগতেছে তোমাকে। তুমি সত্যিই একটা পরী।’

প্রসঙ্গত, কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’। এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজ নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে অভিনয় করেছেন পরীমণি।

এদিকে ‘রঙিলা কিতাব’ মুক্তি উপলক্ষ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ওটিটি প্লাটফর্ম হইচই। আর সেখানেই লাল পরীর বেশে ধরা দিয়েছেন পরীমণি। চলতি মাসের ৮ নভেম্বর মুক্তি পাবে ‘রঙিলা কিতাব’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *