সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

আমির হোসেন চান :

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের অনুষ্ঠান হয়।

শুক্রবার ( ১ নভেম্বর) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক ও যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে

ও জেলা প্রশাসকের কার্যালয়ে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রাটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও ( ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক গনপতিরায়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ আজহারুল ইসলাম, সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ শরীফুল ইসলাম, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটি উপলক্ষে যুবকদের মধ্যে ঋণের চেক হাতে তুলেদেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও ( ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক গনপতিরায়।

এময়ে উপস্থিত ছিলেন সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মীর মোহাম্ম সফি, সিরাজগঞ্জ বন্ধু যুব সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক রাব্বি, ছাত্র সমন্বয়ক মুনতাসির মেহেদী, বানিয়াগাঁতী যুব কল্যাণ সংগঠন সভাপতি বনি ইয়ামীন, সিরাজগঞ্জ হেল্প গ্রুপের সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নজরুল ইসলাম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মহসীন।

উল্লেখ্য, জাতীয় যুব দিবস উপলক্ষে এবারে ১০ জন যুবকদের মধ্যে ৭ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *