মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের মিরকাদিমে দুবৃত্ততের ছু.রি.কা.ঘা.তে আ.হ.ত হয়ে চিকিৎসাধীন শুভ বেপারি (২৩) নামের এক যু.ব.ক মা.রা গেছেন।
গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃ.ত্যু.ব.রণ করেন তিনি। এর আগে গত শনিবার রাত ১২ টার দিকে রামগোপালপুর এলাকায় প্রতিপক্ষের ছু.রি.কা.ঘা.তে গুরুতর আ.হ.ত হন শুভ বেপারী।
নি.হ.ত শুভ মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল বেপারীর পুত্র।
নি.হ.তে.র পিতা মুকুল বেপারি মৃ.ত্যু.র তথ্য নিশ্চিত করে জানান, ‘শনিবার রাতে আমাদের সাথে বাড়িতেই অবস্থান করছিলো শুভ। তখন স্থানীয় নাজমুল নামে একজনকে কয়েকজন আটকে রেখেছে এরকম খবর পেয়ে আমার ছেলে রামগোপালপুর চিশতী বাড়ির সামনে যায়। সেখানে ফয়সাল নামের একজন তাকে ছু.রি দিয়ে পেটে আ.ঘা.ত করে। পরে ছু.রি.কা.ঘা.তের খবর পেয়ে আমরা উ.দ্ধা.র করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মা.রা যায়। ওর পেটে ছু.রি.র আ.ঘা.তে গু.রু.তর জখম হয়েছিলো।’
তিনি বলেন, ‘আমার ছেলে কাপড়ের ব্যবসা করতো। কারও সাথে শ.ত্রু.তা নাই। কারা কি কারনে এ ঘটনা ঘটালো আমরা বুঝতে পারছি না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’