গোবিন্দগঞ্জে বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৮০ টাকায়, সাধারণ মানুষের দীর্ঘশ্বাস

শহিদুল ইসলাম খোকন : 

 

প্রতিদিন লাফিয়ে বাড়ছে কাচা সবজির মধ্য অন্যতম একটি উপাদান আলুর দাম। আলুর দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ১ কেজি আলু কিনতে হিমসিম খাচ্ছে। সরকার এক কেজি আলুর দাম নির্ধারন করেছে ২৯ টাকা সেখানে প্রতিকেজি আলু বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকা। গোবিন্দগঞ্জ উপজেলার তিনটি হিমাগার ঘুরে আলুর পর্যাপ্ত মজুদ দেখা যায়। মজুদ থাকা সত্ত্বেও আলুর দাম প্রতিদিন অস্বাভাবিক হারে বাড়ার কারন জানতে চায় সাধারন মানুষ।

আলু এমন একটি উপকরন যা ছাড়া তরকারী রান্না যেন অসম্ভব। যে সকল মানুষ মাছ, মাংস, ডিম প্রতিনিয়ত কিনতে পারে না তাদের জন্য আলু প্রধান খাবার। কোন সবজি যদি ঘরে না থাকে দুটি আলু এনে তা দিয়ে পরিবারের সবাই মিলে খেয়ে বাচতে পারে। কিন্তু আলুর মুল্য বেশি হওয়ায় মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা।

নাম প্রকাশের অনিচ্ছুক আলুর ব্যবসায়ী জানান, অনেক মজুদদাররা আলুর দাম বৃদ্ধির জন্য ডিও কেটে আলু হিমাগারে রেখে সংকট দেখাচ্ছে। হিমাগার ম্যানেজারের সাথে কথা বললে তারা জানান,কেউ যদি ডিও কেটে আলু না বেড় করে আমাদের কিছু করার নেই। তখন আমাদের মজুদ হিসাব থেকে ঐ মজুদকৃত বস্তাগুলোর হিসাব বাদ যাবে কারন আমরা সেগুলোর টাকা পেয়েছি। তারা আরো বলেন যেহেতু বস্তার সম্পূর্ণ ভারা আমরা পেয়েছি আলু হিমাগার বন্ধ হওয়ার আগ পর্যন্ত রাখতে পারবে।

এদিকে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা বিপাকে পরেছেন। গতকাল আলুর দামছিল প্রতিকেজি ৬৫-৭০ টাকা ২৪ঘন্টার ব্যবধানে আলুর দাম বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে ১০ টাকা ফলে সাধারন মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে আলুর মুল্য।

সাধারন মানুষের দাবি এসব সিন্ডিকেট বন্ধ করে সরকার নির্ধারিত দামে আলু বিক্রি ব্যবস্থা করা হক।

আলুর দাম বৃদ্ধি বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সুলতানার নিকট একাধিকবার ফোন করে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *