কামরুল ইসলাম :
সারা বাংলাদেশে অন্তবর্তিকালিন সরকার ২মাসের জন্য সেনাবাহিনী নিয়োজিত করেছেন। সেনাবাহিনী গৌরবের সাথে অভিযান পরিচালনা করছেন দেশের বিভিন্ন জায়গায়।প্রতিদিনের এই অভিযানে দেশের বিভিন্ন জায়গায় আটক হচ্ছে মাদক সহ অস্ত্র তারঐ ধারাবাহিকতায় আনোয়ারা উপজেলায় দেশীয় মদ নিয়ে তিন মদ কারবারী কে আটক।
আসামি হচ্ছে আনোয়ারা থানার পশ্চিম শোলকাটা গ্রামের ৩নং ওয়াডের,ডাকঘর : বসরখাইন ইউনিয়নের ব্যবসায়ী বলে জানান ডিউটি কৃত টার্স্ক ফোর্স—২ কর্মকর্তা।আরো জানান পশ্চিম শোল কাটা এলাকায় দীর্ঘ দিন যাবৎ দেশীয় মদের ব্যবসা করে আসছেন জমির।তাদের দমন করার মত কোন উপায় না পেয়ে।স্থানীয় এলাকার মানুষ অতিষ্ঠিত হয়ে আছে।কেউ কিছু বললে তাদের নানান ভয় ভীতে দেখিয়ে আসছেন বলে জানা যায় এ ব্যবসায়ী ।
কিন্ত দেশের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হওয়ায়। স্থানীয় এলাকাবাসীর প্রাপ্ত তথ্য সাপেক্ষে। অভিযান চালিয়ে দেশীয় মদ ১২০ লিটার , একটি রামদা , নগদ ৩০,০০০(ত্রিশ হাজার টাকা),২ টি বাটন ফোন, সহ মাদক ব্যবসায়ী জব্দ করেন। ইতিপূর্বে জানা যায় মাদক ব্যবসায়ীর আনোয়ারা থানায় ৮ টি মাদক মামলা রয়েছে। জমির গ্রেপ্তার চেষ্টা অব্যাহি রয়েছে । আইন—শৃংঙ্খলা বাহিমী তৎপর হয়েছে আছেন।আটককৃত আসামীরা হচ্ছেন।
আনোয়ারা উপজেলার ৩ নং ওয়ার্ড,পশ্চিম শোলকাটা গ্রামের,বারখাইন ইউনিয়নের বাসিন্দা। তার মধ্যে ১ জন পুরুষ,২ জন মহিলা রয়েছে। প্রথম আসামী মোঃ জমির (৪৮) পিতা রফিক আহমদ পশ্চিম শোলকাটা,৩ নং ওয়ার্ড,ডাকঘর বারখাইন,আনোয়ার, চট্টগ্রাম, সালমা বেগম (৪৫) স্বামীঃ ইমাম হোসেন গ্রাম : পশ্চিম শোলকাটা, ৩ নং ওয়ার্ড, ডাকঘর বারখাইন,আনোয়ারা চট্টগ্রাম। মর্জিনা আক্তার (৩৫) স্বামী নুরুল ইসলাম গ্রাম : শোলকাটা, ৩নং ওয়ার্ড,ডাকঘর বারখাইন,আনোয়ারা থানা চট্টগ্রাম। অদ্য ১৮ নভেম্বর ২০২৪ তারিখে
স্থানীয় লোকের তথ্য প্রেক্ষিতে জানা যায়। জমির হোসেন (৪৮) উভয়ে নতুন দেশীয় মদ মজুূদ করেছেন। তথ্য প্রেক্ষিতে অদ্য ১৮ নভেম্বর ২০২৪ তারিখে রাত ৮.০০ দিকে আনোয়ারা আর্মি ক্যাম্পের টাস্ক ফোর্স —২ পশ্চিম শোলকাটা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। সিইউএফএল ক্যাম্পে করেন এবং পরবর্তীতে তাদের আনোয়ারা থানার ভারপ্রাপ্ত ডিউটি অফিসার নিকট হস্তান্তর করে।
আইনি প্রক্রিয়া মাধ্যমে ব্যবস্থা গ্রহন করে কোর্টে চালান দেওয়া হবে জানায়।