আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার:
অভিযোগ সূত্রে , নারায়ণগঞ্জ বন্দর থানার ২০ নং ওয়ার্ডের বাসিন্দা সরকারি বিবাহ তালাক রেজিস্টার কাজী ইউসুফ আলী সুনামের শহীত বন্দর থানা ফরাজীকান্দা ২০ নং ওয়ার্ডে বিবাহ তালাক রেজিস্টারি পরিচালনা করতে থাকাকালীন পার্শ্ববর্তী এলাকা কলাগাছা ইউনিয়নের কাজী সিরাজুল ইসলাম মৃত্যুবরণ করলে ওই এলাকায় সরকারি কাজীর পদ শূন্য হয়ে যাওয়ায় কাজী মোহাম্মদ ইউসুফ আলী ওই শূন্য পদে সরকারি বিধি অনুযায়ী কোর্টে আবেদন করিলে কাজী সিরাজুল ইসলামের ছেলে
১ঃ- মোহাম্মদ কাজী মোমেন ৪০/২ঃ- মোহাম্মদ কাজী মারুফ ৩০/৩ঃ- মোহাম্মদ কাজী মাকসুদ ৩৩ সহ আরো অজ্ঞাতনামা চার-পাঁচজন সহ ১৮/০৪/২০২৪ ইং আনুমানিক বিকাল ৫:২০ মিনিট ঘটিকায় বন্দর থানাধীন হক সাহেবের বাড়ির রাস্তার সামনে কাজী মোহাম্মদ ইউসুফ আলীকে একা পেয়ে অতর্কিতভাবে কিল ঘুসি লাথি মারতে থাকে এবং কাজী মোমেন এর আদেশে কাজি মাকসুদ ও কাজী মারুফ কাঠ ও বাশের ডাসা দিয়ে আঘাত করার সময় কাজী মোহাম্মদ ইউসুফ আলীর চিৎকারে এলাকাবাসী আসলে ওরা তাকে খুন ও ঘুম করার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতা আমি বন্দর থানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে এলাকাবাসী ও আত্মীয়-স্বজনের সাথে পরামর্শ করে থানায় অভিযোগ করেন।