গাজীপুরে শ্রীপুরে মাটির মায়া রিসোর্টে গুরতে আসার সময় নিহত (৩) আহত একাধিক

নুরুল ইসলাম : 

নিহতরা হলেন— জোবায়ের আলম সাকিব (২২), মোস্তাকিম রহমান মাহিন (২২) এবং মোজাম্মেল হোসেন নাঈম (২৪)। তারা প্রত্যেকেই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষাথী। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীরা ছয়টি বাসে শ্রীপুরে মাটির মায়া পিকনিক স্পটে যাচ্ছিলেন। পথে উপজেলার উদয়খালী এলাকায় দোতলা বাস ঘোরানোর সময় ওপরে বিদ্যুতের তারে গাড়ির স্পর্শ লেগে ভেতরে ধোঁয়া উঠতে থাকে। এসময় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে এক শিক্ষার্থীর শরীরে আগুন লেগে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত হন পাঁচ শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা শামীম জানান, গাজীপুরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ৪৬০ জন শিক্ষার্থী ওই এলাকার মাটির মায়া রিসোর্টে ৬টি বিআরটিসি দোতলা বাস এবং তিনটি মাইক্রোবাস নিয়ে পিকনিকে আসে। তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে পৌঁছামাত্র সড়কের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের লাইনে ৫ নাম্বার বাস বিদ্যুতায়িত হয়। আহতদের প্রতেকেই বিদ্যুতায়িত হয়ে কারো হাত, কারো পা, কারো মুখ ঝলসে যায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ—পরিচালক জাকিউল ইসলাম বলেন, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

আফযাল সিনিয়র পুলিশ সুপার কালিয়াকোর সার্কেল অফিসার বলেন এ বিষয়ে তাদের কোন অবহেলা আছে কিনা তা তদন্ত করে দেখা যাবে
৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতোন, নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ, পল্লী বিদ্যুৎ শ্রীপুর ডিজিএম, এবং শ্রীপুর থানার ওছি জয়নাল আবেদীন মন্ডল

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতোন
বলেছেন তদন্ত সাপেক্ষে ঘটনাটা দেখা হবে কি হয়েছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *