যতদিন এই লক্ষ্য অর্জিত হবেনা, ততদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ লড়াই করে যাবে

মোহাম্মদ আবু নাছের :

 

নোয়াখালীর সেনবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ নভেম্বর ) বিকেলে নোয়াখালীর সেনবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ থানা শাখার আয়োজনে সেনবাগ মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন। সঞ্চালনা করেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ থানা দক্ষিণ শাখার সেক্রেটারী মাওলানা আবদুল ওহাব।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারী জেনারেল মোস্তফা কামাল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী মোরশেদ আলম।

এসময় আরো বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা আইম্মা পরিষদের সভাপতি মাওলানা রহীম উল্লাহ বশিরী, নোয়াখালী উত্তরের আইম্মা পরিষদের সহ—সভাপতি মুফতী নূরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নোয়াখালী জেলা উত্তরের সহ—সভাপতি মুহাম্মদ আবদুল ওদুদ, ইসলামী আন্দোলনের নোয়াখালী উত্তরের জয়েন্ট সেক্রেটারী মাস্টার নেয়ামত উল্যাহ প্রমুখ।

গণঅভ্যুত্থান পরবর্তী দেশ বিরোধী সকল যড়যন্ত্রের মোকাবিলা, দূর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের মূলোৎপাটন, আওয়ামী দুঃশাসন সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংখ্যানুপাতিক পি.আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবীতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবীতে। যতদিন এই লক্ষ্য অর্জিত হবেনা, ততদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ লড়াই করে যাবে।

সমাবেশে শেষান্তে বাংলাদেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *