স্টাফ রিপোর্টার;
গাজীপুর মহানগরের পূবাইলে সেচ্ছাসেবক দলের নেতা আলম মিয়ার ওপর হামলা করে মাথা ফাটিয়েছেন যুবলীগ নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন।
সোমবার দুপুরে পূবাইল থানার ৪১নং ওয়ার্ডের বসুগাঁও এলাকার হালিম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার রাতে যুবলীগ-আওয়ামী লীগের ১৬ জনকে অভিযুক্ত করে এবং অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করে ভুক্তভোগী আলমের স্ত্রী মনি আক্তার বাদী হয়ে পূবাইল থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সেচ্ছাসেবক দলের পূবাইল থানার আহ্বায়ক সদস্য আলম মিয়া দীর্ঘ দিন ধরে ওই এলাকায় ইন্টারনেটের ব্যবসা করে আসছিলেন। আওয়ামী লীগ আমল থেকে জোরপূর্বক ব্যবসা দখলে নেওয়ার চেষ্টা করে আসছিলেন আওয়ামী লীগ-যুবলীগ এই নেতারা। এ পর্যন্ত আলমকে বহুবার প্রাণনাশের হুমকি দিয়েও সফল হননি তারা।
তবে গত সোমবার আবারও ব্যবসা দখল নিতে যুবলীগ নেতা সাইফুল আশপাশের এলাকা থেকে দলবল নিয়ে আলমের ওপর হামলা চালায়। এতে মারাত্মক আহত হন আলম। বর্তমানে তিনি তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই যুবলীগ নেতা সাইফুল আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় জোরপূর্বক মানুষের জায়গা দখল ও বিচার মীমাংসা করার নামে চাঁদাবাজিরমতো ঘটনা ঘটে বলে এলাকার সূত্রে জানা যায়। যুবলীগ নেতা সাইফুলের বিরুদ্ধে এর আগেও থানায় একের অধিক অভিযোগ হয়েছে এবং এ ব্যাপারে অনেক পত্রিকায় নিউজ হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে পূবাইল থানা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, আমরা থানায় অভিযোগ করেছি। অফিসার ইনচার্জ বলেছেন এ ঘটনায় মামলা নেবেন। তবে এখনও মামলা নেননি।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টির তদন্ত চলছে।