চান্দিনায় সরকারি অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল সাময়িক বন্ধ ঘোষণা

এটিএম মাজহারুল ইসলাম, ব্যুরো চীফ (কুমিল্লা):

কুমিল্লা চান্দিনায় অর্থ বাণিজ্যের জন্য সরকারি নিয়মনীতি উপেক্ষা করেই চলেছিল স্কয়ার স্পেশালাইজড হসপিটাল সহ প্রায় ২০টি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতাল।

বুধবার (৪ ডিসেম্বর ২০২৪ইং) সকাল ১০ ঘটিকায় কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার এর দিকনির্দেশনায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ রেজা মোঃ সারোয়ার আকবর এর নেতৃত্বে জেলা সিভিল সার্জন কার্যালয়ের একটি দল চান্দিনা পৌরসভা বাজারস্থিত কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে স্কয়ার স্পেশালাইজ হসপিটাল, ভূঁইয়া ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টার, নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, অপূর্ব ডায়াগনস্টিক সেন্টার এবং ল্যাব ওয়ান ডায়াগনষ্টিক সেন্টার সাময়িক বন্ধ ঘোষণা দিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ রেজা মোঃ সারোয়ার আকবর।

অভিযান পরিচালনা শেষে ডেপুটি সিভিল সার্জন ডাঃ রেজা মোঃ সারোয়ার আকবর বলেন, যতদিন পর্যন্ত সাময়িক বন্ধ করে দেওয়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলো লাইসেন্স না পাচ্ছে ততদিন পর্যন্ত এসব ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোর সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। সাময়িক বন্ধ হয়ে যাওয়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলো লাইসেন্স পাওয়ার পূর্ব মূহুর্ত পর্যন্ত প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালু করতে পারবেনা। সাময়িক বন্ধ করে দেওয়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলো সরকারি অনুমোদন ব্যাতীত কার্যক্রম চললে ঐসব প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল, জরিমানা সহ সিলগালা করে দেওয়া হবে এবং চান্দিনা উপজেলায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অনুমোদনহীন হাসপাতালের ব্যাপারে কুমিল্লা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার বলেন, লাইসেন্স না পেয়ে কোন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতালের প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারবেনা। অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম, অব্যবস্থাপনা ও কাগজপত্র ঠিক না থাকলে ঐসব প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *