mih_pial;
১২, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার।
কদমতলী থানাধীন ৫৮ নং ওয়ার্ডের নামা শ্যামপুর বড় মসজিদ ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
তিনি বলেন, আমি আমার বক্তব্য শুরু করার আগে আমাদের জুলাই অগাস্ট এর আন্দোলনে আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের দলের অনেক নেতা কর্মী সহ আরও অনেক সাধারন মানুষ,শিশু বাচ্চা এবং আমাদের মাও বোনের জীবন দিয়েছে রক্ত দিয়ে আমাদের দেশকে আবার নতুন করে স্বাধীন করেছে। আমি আমার বক্তব্য শুরুতেই তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি।
প্রিয় এলাকা বাসি আপনারা জানেন গত ১৮ টি বছর আমরা কত অপসারন নিপিরন এবংনির্যাতন এর শিকার হয়েছি। আমাদের উপরে এবং বাংলাদেশের মানুষ এর উপরেও হয়েছে আপনারা জানেন। সেটি গত ৫অগাস্ট তার অবসান হয়েছে আলহামদুলিল্লাহ।
প্রিয় এলাকা বাসি আমরা গত ১৮ টি বছর এই এলাকায় বিচরণ করতে পারিনি। আমি এই এলাকারই সন্তান আপনাদেরই সন্তান বিশেষ করে এই নামা শ্যামপুর ঘরে ঘরে আমার আত্মীয় কিন্তু আমি আপনাদের মাজে আসতে পারিনি আমাকে আসতে দেওইয়া হয়নি। আপনারা দেখেছে ২০০৮ এর পরের নির্বাচন গুলো যেমন ২০০৮,২০১৪,২০১৮,২০২৪ এইগুলা নির্বাচন নামে ছিল নাটক। এই ফ্যাসিস্ট হাসিনা মানুষের ভোটের অদিকার হরণ করে। তার নিজেস্ব গুন্ডা বাহিনীকে বিনা ভোটে সংসদে পাঠানো হয়েছে। তার পরবর্তীতে আমাদের এলাকাই কুখ্যাত সন্তাস জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা,সানজিদা খানম এবং ড.আওলাদ হোসেন। আপনারা কি তাঁদের ভোট দিয়েছিলেন? বিনা ভোটে তারা সংসদে গিয়েছেন।
এবং কি তারা কেও এই এলাকার সন্তান না। তারা সুদু এই এলাকারইয় আসেছেন ধান্দা করার জন্য ,যেমন কুখ্যাত সন্তাস জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা থাকেন গোপীবাগ এ, সানজিদা খানম থাকেন ওয়ারীতে এবং ড.আওলাদ হোসেন থাকেন ধানমন্ডি। তারা কি এই এলাকার কষ্ট বুজবে? বুজবে না তারা সুদু ধান্দা করার জন্য আসেছে। তারা সকাল ১২টায় আসতো সারা দিন ধান্দা করে বিকাল ৪টায় চলে যেত।
তাড়াদের দিয়ে এই এলাকার উন্নতি হয়েছে? না বড়োজোর আরও ক্ষতি হয়েছে।