VBSZ-এর উদ্যোগে কেরানীগঞ্জে শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার:

“প্রচার নয়, অসহায়ের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য”— এই স্লোগানকে ধারণ করে মানবিক কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত ডিজিটাল মার্কেটিং কোম্পানি VBSZ

২০১৭ সাল থেকে সংগঠনটি বাংলাদেশসহ ভারত, মালদ্বীপ, নেপাল ও ভুটানের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে নারীদের ঘরে বসে কর্মক্ষম করে তোলার কাজ করছে। বিশেষ করে সাশ্রয়ী ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ ও রিমোট কর্মসংস্থানের মাধ্যমে বহু পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।

কেরানীগঞ্জে ১ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গত শনিবার (২৫ অক্টোবর ২০২৫) কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ১ শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে চাল, তেল, আলু, পেঁয়াজ, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে VBSZ।

প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, সমাজের নিম্নবিত্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই তাদের এই আয়োজন। স্বেচ্ছাসেবকরাও আনন্দের সাথে এ কাজে অংশ নেন।

এর আগেও শিক্ষার্থীদের পাশে VBSZ

এর আগে ২১ জুলাই ২০২৫ একই প্রতিষ্ঠানে ৭০ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ, খাতা, কলম, পেন্সিল, পেন্সিল বক্সসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করে VBSZ।

শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিশেষ অতিথি: সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জনাব মোঃ নওবুয়াত আলী, মার্কেটিং ম্যানেজার: হিমাদ্রি কাকন, সিনিয়র অফিস সহকারী: মীর আহাম্মদ, অফিস সহকারী: সুফিয়া বেগম, বিশেষ অতিথি: মোঃ সাখাওয়াত হোসেন, কণা হোসেন, ইভা আহমেদ, ডালিয়া আক্তার, ইমু আক্তার, মহিমা, শিখা রাণী, আইরিন পারভিন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অংশগ্রহণকারীরা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে

অনুষ্ঠান শেষে VBSZ-র সার্বিক উন্নতি, প্রতিষ্ঠানের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
কোম্পানির প্রতিনিধিরা জানান— সমাজের পাশে দাঁড়ানোই VBSZ-এর প্রকৃত সাফল্য। উন্নত প্রযুক্তি ও কর্মসংস্থানের পাশাপাশি মানবিক সহায়তা কর্মসূচিও চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *