তথ্য ও প্রতিবেদন – মোহাম্মদ হোসেন হ্যাপী । ছবি – স্বাধীন সংবাদ
প্রো- অ্যাক্টিভের হাসপাতালের বিরুদ্বে তদন্ত.. নারায়নগঞ্জের সাইন বোর্ডের প্রো- অ্যাকটিভ মেডিকেল এন্ড হাসপাতালে চিকিৎসা অবহেলায় রুবিনা আক্তার নামে এক স্বাস্থ্য কর্মীর মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। অভিযোগ পেয়ে তদন্তে নিমেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জেনের নির্দেশে গঠিত তদন্ত কমিটির কাছে লিখিত সাক্ষ্যত দিয়েছে ওই স্বাস্থ্য কর্মীর ছেলে ও ভাই। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১৩ আগষ্ট ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতাল টিতে ভর্তি হন রুবিনা আক্তার। তিনি নারায়নগঞ্জ সিটি করপোরেশনের ভ্যাকসিনেটর হিসাবে কর্মরত ছিলেন। ওইদিন দুপুর ২টায় প্রো অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হলেও রাত আটটা পযন্ত তাকে সেখানের কোনো চিকিৎসক সশরীরে পরীক্ষা করে দেখেননি। রাত ৮টা পর ডিউটি ডাক্তার রোগীর অবস্হা গুরুতর বলে জানান এবং রাত ১০টায় দিকে কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা করাতে দেন। রাত ১২টায় রোগীকে প্রথম কনসালটেন্ট ডাক্তার দেখেন এবং ১টার দিকে রোগীর অবস্হা আরো খারাপ হতে থাকলেও বিশেষায়িত চিকিৎসা বা বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর কোনো ব্যবস্তা হাসপাতাল কতৃপক্ষ করেনি। পরে রাত ২টায় দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হলেও তার কিছুক্ষণ পর তিনি মারা গেছেন বলে স্বজনদের জানানো হয়। এ ধরনের চিকিৎসা অবহেলায় প্রতিকার চাই আমরা সোমবার তদন্ত কমিটি ভুক্তভোগী পরিবারের সঙ্গে কমিটির প্রধান ডা. উম্মে ফারহানার কার্যালয়ে কথা বলেন এবং ভুক্ত ভোগী পরিবারের দুইজন সদস্য লিখিত ভাবে ঘটনার বিবরণ ও দেন। পরে দুপুরে তদন্তের প্রো- অ্যাকটিভ মেডিকেল কলেজ ও হাসপাতালে ও যান কমিটির সদস্যরা। তবে, তদন্ত শেষ হওয়ার আগে এ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ তদন্ত কমিটির প্রধান ডা. উম্মে ফারহানা। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করবো না। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।