প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী ঃ
আজ সন্ধ্যা রাণী দেব, ” র মস্যমুখী অনুষ্ঠান আত্মীয় স্বজন ও স্হানীয় এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
পরিশ্রমি বিচক্ষণ,সংগঠক, শ্যামল দেব ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বোয়ালখালী শাখা সাবেক সহসভাপতি । তিনি বলেন,আমি জানি আপনারা আমার মাকে খুবই ভালো বাসতেন,তাই আজ আপনাদের উপস্থিতিতে আমাকে ধন্যকরেছে। আমার মার বিদেহি আত্মা খুবই শান্তি পাবে। আর্শিবাদ করবেন আমার মা পরপারে যেন ভালো থাকে।
উক্ত মস্যমুখী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খৃষ্টাব্দ ঐক্য পরিষদের বোয়ালখালী শাখা সদস্য সচিব সরোজ চৌধুরী, শংকর মেম্বার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অপু বৈদ্য, ঐক্য পরিষদের কধুরখীল ইউনিয়নের অন্যতম সাধারণ সম্পাদক লিটনধর, উপজেলা শাখার মহিলা ঐক্য পরিষদের সভাপতি রুনুদাশ, সাধারণ সম্পাদক নন্দিতা বসু,বাবলী ঘোষ,পাপড়ী, শিমুল দেব, অসীম কুমার দে সুহৃদ ক্লাবের সিনিয়র সহসভাপতি বিকাশ কান্তি সিকদার,লোকনাথ মন্দির পরিচালনা পর্ষদ যুগ্ন সাধারণ সম্পাদক বাবলু ঘোষ,মিঠু ঘোষ প্রমুখ।
উল্লেখ্য শ্যামল দেব সবুজের মমতাময়ি মা সন্ধ্যা রাণী দেব গত মঙ্গলবার ৪মার্চ রাত ২টার সময় সবাইকে কাঁদিযে নিজ বাড়ীতে পরলোকগমন করেন।
তিনি সাবেক প্রধান শিক্ষক মিহির কান্তি দেবের সহধর্মিণী ছিলেন।
মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বৎসর। সন্ধ্যা রাণী দেব দীর্ঘ দিন জটিল মরন ব্যাধী ক্যান্সারে ভুগেছিলেন।
তাঁর মৃত্যুর শোকের ব্যানার ও বেষ্টনীতে ভরেগেছে বাড়ির প্রতিটি আঙ্গিনা।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে , পুত্রবঁধু,নাতী নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে যান।