মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা চুরি নিয়ে সংঘর্ষের ঘটনায় ইমন নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই।
গত মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদর থানার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ বুধবার (২২ অক্টোবর) আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান।
গ্রেপ্তার দুজন হলেন মামলার এজাহারভুক্ত আসামি আল মাহাবুব (৩৭) ও তার বাবা দিল মোহাম্মদ (৬৫)। তারা দুজনই নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মারুয়াদী এলাকার বাসিন্দা।