স্টাফ রিপোর্টার:
আশাশুনিতে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে উপদেষ্টা পরিষদের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (৪ ডিসেম্বর) আশাশুনি কিন্ডারগার্টেনের নিজস্ব কার্যালয়ে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের এ প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
উপাধ্যক্ষ আব্দুস সবুরের সভাপতিত্বে শিক্ষক মাওঃ রুহুল কুদ্দুস এর সঞ্চালনায় উপদেষ্টা পরিষদের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপি সদস্য সচিব মশিউল হুদা তহিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলমগীর হোসেন পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খাইরুল আহসান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসিফ ইকবাল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা যুব জামায়াতের সভাপতি রোকনুজ্জামান, আবিয়ার রহমান প্রমুখ ।