আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ অস্ত্রসহ সাত ডাকাত গ্রেফতার

কামরুল ইসলাম:

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সাতজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন প্রকার মারাত্মক অস্ত্রশস্ত্র।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)–এর নির্দেশনায় জেলায় ডাকাতি প্রতিরোধ ও অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় আনোয়ারা থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালায়।

গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখ রাত ১টা ৪৫ মিনিটে, এসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন টহল ডিউটিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেনের নেতৃত্বে তারা আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজের দক্ষিণ পাশে বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। তবে দ্রুত ধাওয়া দিয়ে সাতজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ সাকিব প্রকাশ শাকিল, মোহাম্মদ নেছার, মোঃ সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন, মোঃ আরিফুল ইসলাম প্রকাশ বাবু, মোঃ হাবিব ও মোঃ রাজীব চৌধুরী।

উদ্ধারকৃত অস্ত্রের তালিকায় রয়েছে—
একটি এলজি, একটি তাজা কার্তুজ, একটি পাইপগান সদৃশ অস্ত্র, একটি লোহার দেশীয় অস্ত্র, দুটি জম্বি ব্যাট, একটি বেসবল ব্যাট, একটি তলোয়ার, পাঁচটি বড় রামদা এবং একটি কুড়াল।

ঘটনার বিষয়ে আনোয়ারা থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ওসি মোঃ মনির হোসেন বলেন,

“অভিযানে অংশ নেওয়া অফিসারদের তৎপরতায় বড় ধরনের ডাকাতি সংঘটিত হওয়ার আগেই আমরা তা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

জেলা পুলিশ জানায়, চট্টগ্রাম জেলাজুড়ে মাদক, অস্ত্র ও ডাকাত চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *