আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

আলমাস হোসাইন:

ঢাকার সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংহপুর হা-মীম গ্রুপের ৩ নম্বর গেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—স্বামী রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া (২৮) এবং তাদের ছয় বছরের কন্যা জামিলা

কীভাবে জানা গেল ঘটনাটি?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ওই পরিবারের কোনো সাড়া-শব্দ না পাওয়ায় ভাড়াটিয়াদের মধ্যে সন্দেহ তৈরি হয়। বিকেলের দিকে পাশের একটি রুমের জানালা দিয়ে উঁকি দিয়ে তারা একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে তারা তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের বক্তব্য

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ভূঁইয়া সাংবাদিকদের বলেন,

“খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে প্রকৃত রহস্য উন্মোচন হবে।

রহস্য ঘিরে গুঞ্জন

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতদের গ্রামের বাড়ি বগুড়া জেলায়। তবে কীভাবে তাদের মৃত্যু হলো—তা এখনও নিশ্চিত নয়। স্থানীয়রা বলছেন, পরিবারটির সঙ্গে অন্য ভাড়াটিয়াদের তেমন যোগাযোগ ছিল না। তারা সাধারণত নিজেদের মতো থাকতেন। এ কারণে ঘটনাটিকে ঘিরে নানা প্রশ্ন উঠছে এবং এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

এলাকায় শোকের ছায়া

একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধারের খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় অনেকে ঘটনাটিকে রহস্যজনক উল্লেখ করে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *