আলমাস হোসাইন:
“আমাদের কথা, আমরাই বলবো” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র-শ্রমিক-জনতার সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে।
আজ বুধবার (৩০ জুলাই) বিকাল তিনটা থেকে আশুলিয়ার শ্রীপুরে বিএনপির এই মহাসমাবেশ চলছে।
এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের উপস্থিত থাকারও কথা রয়েছে।
সমাবেশের মূল পর্ব বিকাল তিনটা থেকে শুরু হলেও এর আগেই বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত করে পুরো এলাকা। কানায় কানায় পূর্ণ হয় মাঠ।
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, “আজকে এই সমাবেশের মাধ্যমে আমরা গত বছর ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্র-জনতা শহীদ হয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করবো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামীতে আমাদের কর্মসূচি পালন করবো।”