আস্তা রাখুন,সব সময় জনসাধারণের পাশে আছে প্রশাসন, বললেন নারায়নগন্জ বন্দর নির্বাহী অফিসার { ইউএনও } মোঃ মোস্তাফিজুর রহমান।

প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।

নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন র‍্যালী আবাসিক এলাকা বাড়ির মালিক ঐক্য পরিষদ এবং যুব ও সমাজকল্যাণ সংসদ এর লোকজন।

এসময় তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।সম্প্রতি বহিরাগতদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ করেন সৌজন্য সাক্ষাৎ করা ব্যক্তিগন। তাদেরকে আস্বস্ত করে উপজেলা নির্বাহী অফিসার {ইউএনও} মোস্তাফিজুর রহমান জানান,কেউ ভয় পাবেন না, এখন ভয় পাবার সময় না, প্রতিবাদ করুন, আস্থা রাখুন সবসময় প্রশাসন জনসাধারণের পাশে আছে।

চলমান পরিস্থিতিতে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের আন্তরিক সহায়তা প্রত্যাশা করে ও বললেন, কেউ ভয় পাবেন না,আস্থা রাখুন। সবসময় জনসাধারণের পাশে আছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *