ইনকিলাব মঞ্চ কুমিল্লার সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ আনজার শাহ:

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় কুমিল্লা টাউন হল গেট থেকে ইনকিলাব মঞ্চ কুমিল্লার উদ্যোগে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চ কুমিল্লার আহ্বায়ক গোলাম মুহা. সামদানী। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম, আব্বাস উদ্দিন, রায়হান মোস্তাফিজ আনসারি ও মিজানুর রহমান।

এছাড়াও কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, যুগ্ম সদস্য সচিব মো. বিল্লাল হোসাইন, ফজলে এলাহি রুবেল, শিল্প-সাহিত্য বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, পাঠচক্র বিষয়ক সম্পাদক আসলাম সিদ্দিকী, মিডিয়া সম্পাদক সাংবাদিক মীর মারুফ তাসিন, পরিবেশ ও পর্যটন বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন সোহেল, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক কবি শিপন হোসেন মানব, দপ্তর সম্পাদক ওমর ফারুক আফজাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালেহ ইব্রাহিম, সমাজকল্যাণ সম্পাদক আব্দুস সালাম শাহিন এবং সদস্য কামরান হাসান সিয়াম, নাজমুল হাসান রায়হান, পারভেজ আহমেদ, কামরুল হাসান সম্রাট, মিজানুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আয়োজকরা জানান, “জুলাই সনদ” দেশের রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা, নাগরিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দলিল। এ সনদের ব্যাপারে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *