ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণ ও হয়রানির অভিযোগে বিক্ষোভ

বরগুনা জেলা প্রতিনিধি:

 

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ম্যানেজার ইসমাইল হোসেন-এর বিরুদ্ধে নারী কর্মচারীকে যৌন হয়রানি, ধর্ষণ, নিপীড়ন এবং ব্যবসায়ীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে এবং সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১২টায় হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা অভিযুক্ত ইসমাইলের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান।

ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আবু সালেহ হাওলাদার বলেন,
“অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। ইসলামী ব্যাংকেরও উচিত ইসমাইলকে বয়কট করা।”

হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন তালুকদার বলেন,
“এই ধরনের অপরাধীদের কঠোর শাস্তি না হলে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঘটবে। আমরা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

জানা গেছে, ডৌয়াতলা ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ম্যানেজার মো. ইসমাইল হোসেন (৪০) সম্প্রতি তার নারী সহকর্মীকে কুপ্রস্তাব দেওয়ার একটি কল রেকর্ড ফাঁস হয়। পরে ওই নারী কর্মচারীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে ইসমাইলের বিরুদ্ধে।

এই ঘটনার প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৯(১) /৩০ ধারায় ভুক্তভোগী নারী বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *