মোঃ হোসেন সুমন:
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ভাদিতলা ৭নং ওয়ার্ডে সাবেক শিক্ষক সেতারা ইয়াসমিনের ক্রয়কৃত ও হেবা সূত্রে প্রাপ্ত সম্পত্তি জবরদখলের চেষ্টা এবং তাঁকে বসতবাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী সেতারা ইয়াসমিন জানান, তিনি মরহুম হাফেজ শফিউল আলমের তৃতীয় কন্যা এবং দীর্ঘদিন শিক্ষকতা করে নিজের উপার্জনে উক্ত জমি ক্রয় করেন। পাশাপাশি তাঁর মা হেবা হিসেবে আরও কিছু সম্পদ তাঁর নামে প্রদান করেন। কিন্তু সম্প্রতি তাঁর আপন ছোট ভাইসহ কয়েকজন সহযোগী ওই সম্পত্তির ওপর অবৈধ মালিকানা দাবি করে দখলের চেষ্টা চালাচ্ছে এবং তাঁকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
সেতারা ইয়াসমিন বলেন,
“একজন নারী হিসেবে আমি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার বৈধ সম্পত্তি রক্ষায় এবং নিজের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি সহযোগিতা প্রয়োজন।”
প্রাণনাশের আশঙ্কায় তিনি ঈদগাঁও থানা, কক্সবাজারে জিডি নং–৮৯৭ এর মাধ্যমে জান-মাল রক্ষায় আবেদন করেছেন। পাশাপাশি বিষয়টি তদন্ত ও আইনগত সুরক্ষার জন্য কক্সবাজার সিআইডি কার্যালয়েও অভিযোগ নং–২২/০৯/২০২৫ দাখিল করেছেন বলে জানিয়েছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, একটি পারিবারিক সম্পত্তি নিয়ে এমন ভয়ানক হুমকি ও জবরদখলের ঘটনা উদ্বেগজনক এবং দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সেতারা ইয়াসমিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার, সম্পত্তির সুরক্ষা ও তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।