ঐতিহ্যবাহী দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠ (রাশিয়ার ফিল্ডের) টেন্ডার প্রক্রিয়া বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

ঐতিহ্যবাহী চন্দনাইশের দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠ (রাশিয়ার ফিল্ড)কে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায়ীদের হাতে তুলে দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসদরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত ৮ অক্টোবর বিকেলে এ মানববন্ধনে রাজনৈতিক সংগঠন বিএনপি, এলডিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ব্যবসায়ী সমিতি, দোহাজারী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, রাশিয়ার ফিল্ড বিগত সময়ে প্রতিদিন সকালে উম্মুক্ত বাজার, খেলাধুলা, চিত্তবিনোদন, ধর্মীয় ও দলীয় সভা-সমাবেশ এবং জানাজার মাঠ হিসেবে বিনা বাঁধায় ব্যবহার হয়ে আসছে। বাংলাদেশ রেলওয়ে হঠাৎ করে উক্ত উম্মুক্ত মাঠকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে লিজ দেয়ার মাধ্যমে পায়তারা শুরু করেছে। এ ধরনের প্রক্রিয়া এলাকাবাসী কোনভাবে মেনে নিবে না। রেলওয়ে কর্তৃপক্ষ টেন্ডার প্রক্রিয়া বাতিল না করলে এলাকাবাসী আরো বড় ধরনের কর্মসূচি দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন।

সাংবাদিক এসএম নাসির উদ্দীন বাবলুর সভাপতিত্বে ও জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন:
দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লেয়াকত আলী, সিনিয়র সহসভাপতি আবু নাছের মোহাম্মদ সালা উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীন, পৌরসভা জামায়াতের আমির জমির আদনান, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, ইসলামী ফ্রন্ট নেতা মো. কলিম উদ্দীন, দোহাজারী হাজারী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহিম বাদশা, আনোয়ার হোসেন, এলডিপি নেতা ওমর ফারুক, নাছির খাঁন, মোঃ ফারুক, গণতান্ত্রিক যুবদল দোহাজারী পৌরসভার সভাপতি মোঃ কায়ছার হামিদ, সাধারণ সম্পাদক মোঃ মুবিন, গণতান্ত্রিক ছাত্র দলের সভাপতি মোঃ আলমগীর, সাধারণ সম্পাদক মোঃ করিম উদ্দীন, মোঃ আনিসুল রহমান, মোঃ তৈয়ব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *