নিজস্ব প্রতিবেদক :
ওপেন মার্কেট সেল (ও.এম.এস.) কার্যক্রমে দেশের সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে নিবেদিতপ্রাণভাবে কাজ করছেন কর্মকর্তা এআরও শহিদুল ইসলাম। সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করায় তিনি সহকর্মী এবং সাধারণ মানুষের কাছেও প্রশংসিত হয়েছেন।
শহিদুল ইসলাম ও.এম.এস. কার্যক্রমের আওতায় স্বল্পমূল্যে চাল, আটা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করছেন। প্রতিদিন কর্মক্ষেত্রে তাঁর উপস্থিতি, দায়িত্ববোধ ও সততা কার্যক্রমকে গতিশীল ও স্বচ্ছ রাখছে।
সহকর্মীরা জানাচ্ছেন, তাঁর সময়নিষ্ঠা, আন্তরিকতা এবং জনসেবার প্রতি মনোভাব তাকে এক আদর্শ সরকারি কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। “শহিদুল ইসলাম সবসময় সেবা প্রদান এবং সমস্যা সমাধানে আগ্রহী থাকেন, আর কখনও কোন অনিয়ম বা দুর্নীতি সহ্য করেন না,”– তারা মন্তব্য করেছেন।
স্থানীয় জনগণও জানাচ্ছেন, ও.এম.এস কার্যক্রমের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহজে হাতে পাওয়া যাচ্ছে, যা শহিদুল ইসলামের আন্তরিক প্রচেষ্টার ফল। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে বিক্রয় কার্যক্রম পরিচালনা, মাঠ পর্যায়ে তদারকি এবং স্বচ্ছতা নিশ্চিত করাই তাঁর মূল কাজ।
জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর অবদান সত্যিই প্রশংসনীয়। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, শহিদুল ইসলাম ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে দেশের সেবায় অবদান রাখবেন।