স্বাধীন বিনোদন ডেস্ক:
প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটিতে আসছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত আলোচিত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। আগামী ১৪ নভেম্বর থেকে বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে।
মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। মূল উপন্যাসের সময়কাল এবং আবহকে ধরে রেখে চলচ্চিত্রে সেই যুগের ভাব, চিন্তা ও সামাজিক দ্বন্দ্বকে আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। গল্পটি সাজানো হয়েছে ত্রিশের শেষ দিক থেকে চল্লিশের শুরুর সময়কালের প্রেক্ষাপটে, যেখানে মানুষের ভেতরের টানাপোড়েন, ভালোবাসা, স্বপ্ন ও সংগ্রামের কাহিনি নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।
সিনেমাটিতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আর শশী ও কুমুদের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় দুই অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। এ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও শান্তিলাল মুখোপাধ্যায়।
সিনেমার প্রযোজক ও প্রধান অভিনেত্রী হিসেবে জয়া আহসান আগে থেকেই এই ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তিনি বলেন, “বাংলাদেশের দর্শক যদি এই সিনেমা দেখার সুযোগ পান, আমি সত্যিই খুশি হব। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য বাংলাদেশের দর্শকও গভীরভাবে অনুভব করতে পারেন।’’
চলচ্চিত্র সমালোচকরা মনে করছেন, ‘পুতুলনাচের ইতিকথা’ শুধু একটি উপন্যাসভিত্তিক ছবি নয়, বরং এটি মানুষের মনস্তত্ত্ব, সামাজিক বাস্তবতা ও মানবিক টানাপোড়েনের এক সার্থক চিত্রায়ণ। জয়া আহসানের অনবদ্য অভিনয় ও চলচ্চিত্রের কারিগরি নিপুণতা এই ছবিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
এদিকে বাংলাদেশের ওটিটি দর্শকদের জন্য সম্প্রতি জয়ার আরেকটি সিনেমা ‘ফেরেশতে’ মুক্তি পেয়েছে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে ঢাকার এক রিকশাচালক স্বামী এবং গার্মেন্টসে কর্মরত স্ত্রীর জীবনসংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। ‘ফেরেশতে’ আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে।
একাধারে দেশীয় ও আন্তর্জাতিক দুই পরিমণ্ডলেই নিজের অভিনয় দক্ষতা ও প্রযোজনায় জয়া আহসান এখন দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রে এক অনন্য নাম। ‘পুতুলনাচের ইতিকথা’ ও ‘ফেরেশতে’—দুটি সিনেমাই তাঁর শিল্পীসত্তার গভীরতা ও সাহসী পছন্দের নিদর্শন হিসেবে দর্শকদের কাছে নতুনভাবে ধরা দিচ্ছে।