ওসি হাফিজের বোন ও বোন জামাই পরিচয়ে আপছানা ও আমিনুল বাপ্পী বেপরোয়া

স্টাফ রিপোর্টার : 

উত্তরার পশ্চিম থানা এলাকার এক সময়ের নাম করা দেহ ব্যবসায়ী আপছানা ও আমিনুল বাপ্পী। যাদের উত্তরার বেশীর ভাগ মানুষ চীনে খারাপ আপছানা বাপ্পী বলে।এখন আফছানা ও আমিনুল হোসেন  বাপ্পী বিএনপির নাম ভাংগিয়ে ও উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান হাফিজের বোন পরিচয়ে দখল বাজি সহ বিভিন্ন অপকর্ম করছে বলে এলাকাবাসীর দাবী।

আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা হওয়ায় আমিনুল বাপ্পী ও আফছানা অনেকেরেই মামলা হতে নাম কাটিয়ে দিবে বলে থানায় ওসি সাহেবের কাছে দর কষাকষি  করে বলে একটি গোপন সুত্রে  জানা যায়।

এই ব্যাপারে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান হাফিজ কে মুঠো ফোনে ফোন করলে সে ফোন ধরেন নি। আপছানা ও আমিনুল হোসেন বাপ্পীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে বলে জানা যায়।এই দেহ ব্যবসায়ী আপছানা ও বাপ্পী রাজউকের জায়গায় নাটকীয় একটা মিথ্যা রিট পিটিশন মামলা করে, এবং কিছু  রাজউকের কর্মকর্তাদের টাকা খাওয়া মাননীয় আদলতকে বোকা বানিয়ে রাজউকের জায়গা দখল করে উঠিয়েছে মার্কেট। রাজউকের জায়গা ১১ নং সেক্টরে বছরের পর বছর  কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বর্তমানে উত্তরা পশ্চিম থানা ওসি   আপছানা ভাই পরিচয়ে এলাকায় দাপটে দখল বানিজ্য সহ সকল ধরনে অপকর্ম সহ ফুটপাত দখল করে খাচ্ছে আপছানা বাপ্পী। সাথে রয়েছে তার মাদক ব্যবসা।

অতীতে তার বাসায় মাদক অভিযানে মাদক উদ্ধার সহ বহু মেয়ে উদ্ধার করেছে থানা পুলিশ সহ বিভিন্ন আইন—শৃঙ্খলা বাহিনীর লোকজন। এখন তার আর ফিরে তাকানোর সময় নেই।

একদিকে বিএনপির নাম ভাংগিয়ে, আরেক দিক ওসির আত্মীয় পরিচয়ে।দেহ ব্যবসায়ী আপছানা ও আমিনুল বাপ্পীর অপকর্মের  কারনে  নষ্ট  হতে পারে বিএনপির মত বড় একটা দলের ভাবমূর্তি। সুশীল সমাজের কিছু  গন্যমান্য ব্যক্তিবর্গরা জানান, এধরণের কর্মকান্ডের সাথে  জড়িত ব্যক্তিরা দলের  সাথে জড়িত থাকলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, রাজউকের জায়গা থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে তাদের বিতাড়িত করা উচিত বলে  আমরা মনে করি। উত্তরা ১১ সেক্টর ফার্নিচার মার্কেট হইতে এই অবৈধ দেহ ব্যবসায়ী আপছানা ও আমিনুল বাপ্পী উচ্ছেদ  হলে এলাকার যুব সমাজ অবৈধ কার্যক্রম হতে ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *