কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার, নতুন নিয়োগ

কামরুল ইসলাম:

কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিসিদের প্রত্যাহার করেছে সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায়। এর মধ্যে কক্সবাজারে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনকে জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে অর্থ বিভাগের জাতীয় বেতন কমিশনে যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। দীর্ঘদিন কক্সবাজারে দায়িত্ব পালন করা সালাহ্উদ্দিনকে রাজধানীতে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগে যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব ও ২৭তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. আ. মান্নানকে কক্সবাজারের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত পদায়নের অংশ হিসেবে এ ধরনের পরিবর্তন করা হয়ে থাকে। তবে কক্সবাজারে সাম্প্রতিক প্রশাসনিক নানা জটিলতা ও আলোচনার প্রেক্ষাপটকেও এ পরিবর্তনের সঙ্গে যুক্ত করা হচ্ছে।

স্থানীয় পর্যায়ে নতুন ডিসি নিয়োগের খবরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। কক্সবাজারে গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র, সমুদ্রবন্দর এবং রোহিঙ্গা শিবিরসহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু থাকায় এই জেলায় প্রশাসনিক নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *