মোঃ আব্দুল গফুর সিকদার:
সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় ১২ অক্টোবর ২০২৫ থেকে ধাপে ধাপে দেশের বিভিন্ন স্থানে ০৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান চলছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ)-এর সমৃদ্ধি কর্মসূচি এলাকায় টাইফয়েড টিকা গ্রহণকারীদের তথ্য সংগ্রহের জন্য সম্মিলিতভাবে কাজ করছে কোস্ট ফাউন্ডেশন।
আজ সোমবার (১৩/১০/২০২৫) আশ্রম, কলাতলী ইউনিয়নের চর খালেক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা দান কর্মসূচি অনুষ্ঠিত হয়। টিকা প্রদান করেন স্বাস্থ্য সহকারী মোঃ মনিরুজ্জামান। সহযোগিতায় ছিলেন রুমা বেগম, রাজিয়া রিজু, লিপি রানী সুবর্ণ বেগম, এবং স্বাস্থ্য পরিদর্শক কোস্ট ফাউন্ডেশন।
এছাড়া উপস্থিত ছিলেন মোঃ ফজলুল হক- প্রকল্প সমন্বয়কারী, আব্দুল সালাম- স্বাস্থ্য কর্মকর্তা, সমৃদ্ধি কর্মসূচি, কোস্ট ফাউন্ডেশন; মোহাম্মদ নুরুদ্দিন- প্রধান শিক্ষক, চর খালেক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়; এবং আব্দুল গফুর সিকদার- উদ্যোক্তা, ৫ নং কলাতলী ইউনিয়ন পরিষদ।