কাউখালীতে গণপিটুনিতে আহত যুবক হাসপাতালে মারা গেলেন

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে শনিবার সন্ধ্যায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে আহত আলী হোসেন (৩০) নামের এক যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে রেফার করে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু ঘোষণা করেন।

নিহত আলীর গ্রামের বাড়ি শিয়ালকাঠীর বান্দাঘাটা; তিনি হাকিম হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সন্ধ্যা প্রায় ৭টায় বান্দাঘাটা গ্রামে কয়েকজন ‘ডাকাত’ বলে চিৎকার করলে আলীকে এলাকাবাসী আটক করে বেধড়ক মারধর করে। পরে বিভিন্ন এলাকা থেকে আরও লোকজন এসে তার উপর অতিরিক্ত হিড়িক দেখায় এবং তাকে গণপিটুনি দিয়ে শারীরিকভাবে আহত করে হাত-পা বেঁধে ভুগিয়ে রাখে।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা আলীকে উদ্ধার করে রাত ৯টায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

আলীর আত্মীয়স্বজন অভিযোগ করেছেন যে তাকে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অন্যদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন আলী মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল।

শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন, গণপিটুনির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে জানিয়ে আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ওই ঘটনায় আলীর স্ত্রী সোনিয়া বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে; তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *