নুরুল ইসলাম:
গাজীপুরের কাপাসিয়া সিংহ শ্রী ইউনিয়ন গতকাল দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারুফ হোসেনের সঞ্চালনায়, প্রধান শিক্ষক শাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সিংহশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মানসুর ভূঁইয়া।
অনুষ্ঠানে উদ্বোধন করেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ মকবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মাহমুদুল হাসান, রাজধানী টেলিভিশনের সাংবাদিক মাসুম রানা, স্বাধীন সাংবাদের সাংবাদিক নুর ইসলাম, সাংবাদিক মোহাম্মদ ওসামা সহ আরো অনেকেই।
এছাড়াও পি.টি.এ কমিটির সভাপতি- সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র-ছাত্রী, অভিভাবক, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।